পাবনা

অরবিটল লিংক স্কুলে দু্ই দিনব্যাপী স্বাধীনতার ৫২ বছর উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  নিউজ ডেস্ক ৪ মার্চ ২০২৩ , ১১:১০:৩৭

ফিতা কেটে উদ্বোধন করছেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।

পাবনার চাটমোহরে অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের আয়োজনে দুই দিনব্যাপী মহান স্বাধীনতার ৫২ বছর উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বালুচর খেলার মাঠে (চাটমোহর সরকারি হাইস্কুলের মাঠ)  স্বাধীনতার ৫২ বছর উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিন শনিবার (৪ মার্চ) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে দুইদিনব্যাপি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি। পরে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে ডিসপ্লে প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মমতাজ মহল, সহকারী কমিশনার (ভূমি) মোছা: তানজিনা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, জেলা পরিষদের সদস্য সাইদুল ইসলাম পলাশ, সংরক্ষিত সদস্য আফিয়া আকতার আখি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মির্জা জুয়েল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুবলীগের সম্পাদক সাইদুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রবীন শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের দু’জন কৃতী শিক্ষার্থী মাহিম ইসলাম ও তানহা তাবাসসুম কে (২০২২ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডের মেধা তালিকায় বৃত্তি প্রাপ্ত) সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল রোববার (৫ মার্চ) অনুষ্ঠিত হবে শিক্ষা, সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অরবিটল লিংক শিক্ষা পরিবারের পরিচালনা পরিষদের সদস্য ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন।