Uncategorized

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হলেন মাশরাফি

  অনলাইন ডেস্ক 27 December 2022 , 12:18:40

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক করা হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা এমপিকে।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটির ফাঁকা পদগুলোতে কাদের জায়গা দেয়া হবে, সে বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কাদের বলেন, ‘আজকে সভাপতিমণ্ডলীর সভায় কার্যনির্বাহী সংসদের যে পদগুলো শূন্য ছিল, তার মধ্যে যুব ও ক্রীড়া সম্পাদকের পদটি মাশরাফি বিন মোর্তজাকে দেয়া হয়েছে। বাকিগুলো পূরণের দায়িত্ব রাখা হয়েছে সভপতির কাঁধে।’

উল্লেখ্য, গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন হয়। সেখানে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন। ওই দিন ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৪৮টি পদ ঘোষণা করা হয়। বাকি ৩৩ পদ ফাঁকা রাখা হয়। আজ একটি পদে মাশরাফিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।