প্রচ্ছদ » পাবনা » আটঘরিয়ায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় শিক্ষক নিহত
আটঘরিয়ায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় শিক্ষক নিহত
মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি :
১৯ সেপ্টেম্বর ২০২৩ , ১০:২৪:৫৩
প্রতীকী ছবি
পাবনার আটঘরিয়ায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ফেরদৌসী খাতুন (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত ফেরদৌসী খাতুন উপজেলার রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহকারী প্রধান শিক্ষক ছিলেন এবং প্রধান শিক্ষক লুৎফর রহমানের স্ত্রী।
জানা গেছে, নিজ বাড়িতে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ছিলেন ফেরদৌসী খাতুন। সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাঁকে গুরুত্বর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্স যোগে সিরাজগঞ্জ এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে হাড়লপাড়া ব্রীজ মোড়ে একটি গাছের সাথে অ্যাম্বুলেন্স সজোড়ে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারালে প্রচন্ড আঘাত পেয়ে অ্যম্বুলেন্সের মধ্যেই মারা যান ফেরদৌসী খাতুন।
আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাদ যোহর রামেশ্বপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা নামাজ শেষে রামেশ্বরপুর পাচানিপুর করবস্থানে তার দাফন সম্পন্ন হয়।