পাবনা

আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ৮ মার্চ ২০২৩ , ৮:২৪:৫৪

পাবনার আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’- এই প্রতিপাদ্য উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (৮ মার্চ) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করে দেবোত্তর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা (অঃদাঃ), এসইআইপি মোছাঃ সারমিন খাতুন প্রমুখ।

আলোচনা সভা ও র‌্যালিতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএফ মাহমুদুল হক, প্রশিক্ষক আহমেদ রুবেল, মুসলিমা খাতুন, সুষ্মিতা আক্তার সহ প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।