• Uncategorized

    আটঘরিয়ায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক অনুষ্ঠিত

      মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : 13 June 2023 , 10:32:17

    আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে এবং তৃণমূল আওয়ামী লীগকে সু-সংগঠিত করতে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় নাগদহ সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন।

    বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোঃ তানভীর ইসলাম।

    ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব‍্য দেন জেলা পরিষদের সদস্য মোঃ কামরুজ্জামান টুটুল, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আজিজুল গাফ্ফারসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

    এসময় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব‍্যদেন এবং উন্নয়নের ধারা অব‍্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানানোর পাশাপাশি তৃণমূল থেকে উঠে আসা আটঘরিয়া উপজেলার সর্বস্তরের মানুষের আস্থার প্রতিক ও আওয়ামী লীগকে যিনি সু-সংগঠিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতনকে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের ন‍ৌকা মার্কার মনোনয়ন দেওয়ার জন্য দাবী জানান।

    সভা পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা মোঃ ইদ্রিস আলী।