পাবনা

আটঘরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে সার বীজ বিতরণ

  মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : ১০ এপ্রিল ২০২৪ , ১১:৩৬:১২

পাবনার আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-১/ (২০২৪-২০২৫) মৌসুমে প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সার বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: নাহারুল ইসলাম।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাদিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, উপজেলা ভাইস চেয়ারম্যান তহমিনা সুলতানা তহুরা, চাঁদভা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক দৃলাল মৃর্ধা, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক শ্রী বিপ্লব কুমার সেন।

সঞ্চালনায় ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।

উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ বলেন, এউপজেলায় ৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১ হাজার ৫শ’ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উফশী আউশ বীজ, ডিএপি সার ১০ কেজি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।