পাবনা

আটঘরিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

  মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ১০:২৫:৫২

পুরস্কার বিতরণের মুহুর্ত।

পাবনার আটঘরিয়ায় ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ‍্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ফখরুল হুসাইন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম শাহজাহান আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডল, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খান, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দিন, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, চান্দাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম হোসেন প্রমুখ।

error: Content is protected !!