সবুজ আলো প্রতিবেদক ২ মার্চ ২০২৩ , ১০:৩১:২৪
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই স্লোগান গানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, প্রাণিসম্পদ অফিসার আকলিমা খাতুন, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল প্রমুখ।
উক্ত র্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারিসহ অনেকে অংশগ্রহণ করেন।