মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : ১৪ মে ২০২৩ , ৩:১৮:৩৭
‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এ প্রতিপাদ্য নিয়ে পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১৪ মে) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো. তানভীর ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা সুলতানা তহুরা, উপজেলা আনসার ভিডিপি অফিসার জেসমিন আক্তার প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।