• Uncategorized

    আটঘরিয়ায় বিষপানে যুবকের মৃত্যু 

      আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : 1 May 2023 , 10:47:42

    পাবনার আটঘরিয়ায় দেলোয়ার হোসেন (১৮) নামে এক যুবক বিষ পানে আত্মহত্যা করেছে।সোমবার (১ মে) বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেলোয়ার উপজেলার চাঁদভা ইউনিয়নের শাহাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

    পারিবারিক সূত্র জানায়, গত ২৯ এপ্রিল পরিবারের উপর অভিমান করে সবার অজান্তে ঘাস মারা বিষ পান করেন। তাকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

    আজ সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।