পাবনা

আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধার কন্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ

  আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : ২০ মার্চ ২০২৩ , ৮:০০:৩৮

পাবনার আটঘরিয়ায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক বীর মুক্তিযোদ্ধা ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ করেছেন।

সোমবারে (২০ মার্চ) প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের উপস্থাপনায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আটঘরিয়া থানার যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন রেণু ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের গণহত্যার স্মৃতিচারণ করেন।

বীর মুক্তিযোদ্ধা ১৯৪৭ সাল থেকে ১৯৭১ পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামের ইতিহাস শিক্ষার্থীর উদ্দেশ্যে তুলে ধরেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন।

এসময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।