পাবনা

আটঘরিয়ায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন 

  মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : ২০ জুন ২০২৩ , ১০:৩৪:৫৯

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শাখা উদ্বোধন হয়েছে।

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম এই ব্র্যাক এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করেন।

মঙ্গলবার (২০ জুন) দেবোত্তর বাজার আরএস প্লাজায়  উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেড অফ এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান, রিজিওনাল-কো-অর্ডিনেট এজেন্ট ব্যাংকিং  মাহবুবুল আলম, এরিয়া ম্যানেজার আশিকুর রহমান, দেবোত্তর বাজার এজেন্ট ব্যাংক আউটলেট পরিচালক আবু সাঈদ, দেবোত্তর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বাদশা মোল্লা, মেজবাহর চৌধুরী, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।