• Uncategorized

    আটঘরিয়ায় ‘ভর্তা উৎসব’

      আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি 16 March 2023 , 5:33:08

    পাবনার আটঘরিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ভর্তা উৎসব’।

    আটঘরিয়া হ্যাপি টেকনোলজিস এর আয়োজনে বৃহস্পতিবার (১৬ মার্চ) দেবোত্তর বাজার শহিদুল্লাহ টাওয়ার এর দ্বিতীয় তলায় আয়োজিত ‘ভর্তা উৎসব’ এ প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন।

    বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) হাসান বাশির, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বাদশা মোল্লা, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল, শহিদুল ইসলাম, শহিদুল্লাহ টাওয়ারের পরিচালক আলহাজ্ব শফিউল্লাহ শফি প্রমুখ।

    এসময় হ্যাপি টেকনোলজিস এর ব্যবস্থাপক আবু সাঈদ, হ্যাপি কিডস ফেয়ার অধ্যক্ষ আফরোজা সাঈদ সহ উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

    ভর্তা উৎসবে ৩৪ টি ভর্তা’র মধ্যে সুমাইয়া খাতুনের সজনে পাতার ভর্তা প্রথম স্থান অর্জন করে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।