আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : ১ মে ২০২৩ , ৬:০০:৩৫
পাবনার আটঘরিয়ায় বিভিন্ন আয়োজনে ১৩৭তম মহান মে দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১ মে) সকালে দিবসটি উপলক্ষে আটঘরিয়া উপজেলা শ্রমিক লীগের আয়োজনে একটি র্যালী বের হয়ে আটঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ত্রি-রাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি বুলবুল ফকির এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুল হাসান নাসিম প্রমুখ।
র্যালী ও আলোচনা সভায় শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।