সবুজ আলো অনলাইন ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:৪৭:৪৫
আটঘরিয়ায় ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি’ বিট এলাকায় মাদক,জঙ্গি, সন্ত্রাস ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের আয়োজনে একদন্ত বাজার প্রাঙ্গনে আয়োজিত মাদক,জঙ্গি, সন্ত্রাস ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজেডএম আব্দুল জলিল প্রামানিক, সাবেক একদন্ত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল সরদার, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আমির হোসেন, শিক্ষক আহাদ হোসেন প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় উক্ত ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।