• Uncategorized

    আটঘরিয়ায় মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

      মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : 17 April 2024 , 3:45:43

    পাবনার আটঘরিয়া উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম।

    আজ বুধবার (১৭ এপ্রিল) সকালে আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাদিউল ইসলাম, কৃষি অফিসার সজীব আল মারুফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া প্রমুখ।

    উক্ত আলোচনা সভায় প্রাণি সম্পদ অফিসার আকলিমা খাতুন,  মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।