পাবনা

আটঘরিয়ায় মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ

  আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : ৪ জুন ২০২৩ , ৩:২১:৫৯

পাবনার আটঘরিয়া উপজেলায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় ফলাফল প্রর্দশন চাষিদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।

রোববার (৪ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উপকরণ বিতরণ করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু।

আটঘরিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান, প্রানী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, তেলাপিয়া, গলদা পোনা, কুচিয়া পোনা, অক্সিজেন নিয়ন্ত্রণ মেশিন ও উন্নত জাতের পোনা এবং খাদ্য সামগ্রী মৎস্য চাষিদের মাঝে বিতরণ করা হয়েছে।