Uncategorized

আটঘরিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

  মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) 26 March 2023 , 10:06:12

পাবনার আটঘরিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। অতঃপর উপজেলায় অবস্থিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে অস্থায়ী স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। 

অত:পর উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন করা হয়।

পরে ইউএনও মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, যুদ্ধকালীন কমান্ডার আনোয়ার হোসেন রেনু, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, কৃষি অফিসার সজীব আল মারুফ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী,  প্রাথমিক শিক্ষা অফিসার মোন্তাকিমুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলামসহ সহ বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা সহ ধর্মীয় উপসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত এবং প্রার্থনার ব্যবস্থা করে কর্মসূচির ইতি টানা হয়।

এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১ মিনিট নিরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।