শিক্ষা

আটঘরিয়ায় শিক্ষক প্রশিক্ষণ শুরু

  সবুজ আলো অনলাইন ৬ জানুয়ারি ২০২৩ , ৭:০৫:২৪

পাবনার আটঘরিয়ায় সপ্তম শ্রেণির পাঠ্য বই ছাড়াই জাতীয় নতুন কারিকুলামের উপর শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

শুক্রবার (৬ ডিসেম্বর) ৫দিন ব্যাপি নতুন কারিকুলামের বিষয় ভিত্তিক এ প্রশিক্ষণ শুরু হয়। দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা (প্রশিক্ষণ উইং) মোঃ ইউসুফ আলী প্রামানিক। এ সময় পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী, আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এম শাহজাহান আলী, একাডেমিক সুপারভাইজার শিপ্রা রাণী মন্ডল।

 

৫ দিন ব্যাপি নতুন কারিকুলামের বিষয় ভিত্তিক প্রশিক্ষণে ৬শ ৫০ জন বিভিন্ন বিষয়ের শিক্ষক অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণ প্রতি শুক্র ও শনিবার সকাল ৯ ঘটিকা হতে বিকেল সাড়ে ৪ ঘটিকা পর্যন্ত চলবে।