• Uncategorized

    আটঘরিয়ায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

      সবুজ আলো ডেস্ক 8 September 2023 , 9:41:01

    পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ১৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও ২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদেরও ৫ হাজার টাকা করে প্রণোদনা সহায়তা প্রদান করা হয়েছে।পারফরমেন্স বেজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের আওতায় বিদ্যালয়টি ৫ লক্ষ টাকা পুরস্কার/প্রণোদনা পায়। এই প্রণোদনার অর্থ থেকেই শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

    আলহাজ্ব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবিকাবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন।