পাবনা

আটঘরিয়ায় সাঁতার প্রতিযোগিতা সমাপনি ও পুরস্কার বিতরণ

  মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৫:১০:২২

পাবনার আটঘরিয়া উপজেলায় সাঁতার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম।

জেলা ক্রীড়া অফিসার মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী প্রমুখ।

উপস্থিত ছিলেন কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো: ইয়াসিন আলী, ধলেশ্বর মাদরাসার ক্রীড়া শিক্ষক মোছা: নাজমা খাতুন, ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন, আব্দুল মতিনসহ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।