মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) ২৯ মার্চ ২০২৩ , ২:৫৩:২৯
পাবনার আটঘরিয়ায় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেস-টু প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় কমন ইন্টারেস্ট গ্রুপ (সিআইজি) এর সদস্যদের অংশগ্রহণে কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফ বলেন, উপজেলার ৫টি ইউনিয়নের ৫০ জন সিআইজি থেকে ১৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। সদস্যদের সাথে পারস্পরিক কৃষি সম্পর্কিত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সিআইজি সাফল্য ও প্রত্যাশিত উন্নয়ন কর্মসূচী প্রস্তুত, কৃষি উদ্যোক্তা উন্নয়নে কর্মপরিকল্পনা প্রনয়ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জহির রায়হান সহ উক্ত অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।