পাবনা

আটঘরিয়ায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

  আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ৫ মার্চ ২০২৩ , ৫:২৪:২৫

“ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭(সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরন কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু।

রোববার (৫ মার্চ) সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অবহিতকরন কর্মশালায় বক্তব্য রাখেন, পরিচালক পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের দেওয়ান মোর্শেদ কামাল, পরিচালক এমসিএইচ সার্ভিসেস এবং লাইন ডাইরেক্টর এমসিআরএএইচ পরিবার পরিকল্পনা অধিদপ্তর  ডা. মো: মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,  ভাইস চেয়ারম্যান তহমিনা সুলতানা, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী,  উপ-পরিচালক পরিবার পরিকল্পনা অফিসার পাবনার এরশাদ আলম নোমানী, সহকারী পরিচালক এমসিএইচ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ( মাতৃস্বাস্থ্য) পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডা. আ ন ম মোস্তফা কামাল মজুমদার, সহকারী পরিচালক পাবনা-১, প্রশাসন ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর মোঃ আব্দুল মান্নান, এডিসিসি ডা. মো নাজমুস  সাকিব, উপজেলা স্বাস্থ্য প: পঃ কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল আজিজ, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার প্রমুখ।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফৌজিয়া সুলতানা।

এমসিএইচ- সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর ব্যবস্থাপনায় এবং আটঘরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, সিনিয়র ভিজিটর শামসুর নাহার, ভিজিটর সাথী আক্তার, সবরিন সুলতানা, টিএফপিএ নাজমুল হুদা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ অনেকেই।

সঞ্চালনায় ছিলেন এফডাব্লিউএ মাহমুদা পারভীন।