প্রচ্ছদ » পাবনা » আটঘরিয়ায় ১০ দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু
আটঘরিয়ায় ১০ দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু
মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) :
১১ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৪২:৪৩
পাবনার আটঘরিয়ায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড রুচি প্রতিবারের মতো এবারও উপজেলার গোড়রী গ্রামের চিকনাই নদীতে শুরু হয়েছে এ নৌকা বাইচ প্রতিযোগিতা।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আটঘরিয়ার পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
উদ্বোধক হিসেবে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, ছাত্র লীগের সভাপতি খাইরুল হাসান নাসিম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ, আওয়ামী লীগ নেতা বাঁধন সহ স্থানীয় বিশিষ্টজনেরা।
স্কয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় এ বছর অংশ নিয়েছে পাবনা ও সিরাজগঞ্জ জেলার ২০টি নৌকা ও বাইচ দল।
উল্লেখ্য, গত ১৯৯৬ সাল থেকে প্রতি বর্ষায় গোড়রী গ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।