পাবনা

আটঘরিয়ায় ৬ সফল খামারী ও উদ্যোক্তাকে সম্মাননা প্রদান 

  মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : ২২ জুন ২০২৩ , ৮:২৭:৪১

পাবনার আটঘরিয়ায় সমম্বিত কৃষি ইউনিট এর আওতায় ৬ জন সফল খামারী ও উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

জাগরনী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক কারিগর সহায়তায় এই সম্মাননা প্রদান  করা হয়। সম্মাননা হিসেবে প্রত্যেককে ক্রেস ও সার্টিফিকেট দেয়া হয়।

আজ বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরনী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এর জোনাল ম্যানেজার জয়নাল আবেদীন।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচ এম ফখরুল হোসাইন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন কৃষি অফিসার সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম,  প্রানী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, মৎস্য কর্মকর্তা (জেসিএফ) মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা (জেসিএফ) মো: আ: মজিদ, প্রানী সম্পদ কর্মকর্তা (জেসিএফ) ডা. মহিদুল ইসলাম।

সম্মাননা প্রাপ্ত সফল খামারী ও উদ্যোক্তরা হলেন- বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষে সফল খামারী দাশুড়িয়ার তাসলিমা খাতুন, স্কোয়াস চাষে সফল খামারী রোকেয়া সুলতানা, কার্প ফ্যাটেনিং এ সফল খামারী গোলেজান খাতুন, লেয়ার চাষে সফল খামারী হাসিনা খাতুন, কার্প ফ্যাটেনিং চাষে দেবোত্তর এলাকার সফল খামারী নজরুল ইসলাম, খাসি মোটাতাজাকরন সফর খামারী মাহফুজা খাতুন।

উক্ত অনুষ্ঠানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।