পাবনা

আটঘরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন

  মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : ১৮ মে ২০২৩ , ৩:১৯:৪৫

ফারুক আহমেদ (সদস্য সচিব) ও আতাউর রহমান রানা (আহবায়ক)। ছবি : প্রতিনিধি

পাবনার আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিএনপি নেতা আতাউর রহমান রানা কে আহবায়ক ও ফারুক আহমেদ কে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (১৪ মে) পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব এ্যাড মাকসুদুর রহমান মাসুদ খন্দকার ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেছেন।

কমিটিতে মনোয়ার হোসেন আলম, আছিম উদ্দিন, জুলফিকার হায়দর রাঙা, নুর মোহাম্মদ খোকন, শফি উদ্দিন কে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

আলহাজ্ব ইউসুফ আলী, অধ্যাপক আশরাফ আলী, সহকারী অধ্যাপক কোরবান আলী, আবু মুসা,আ: লতিফ কামাল, হাফিজুর রহমান, কামরুল ইসলাম ঝন্টু, আলহাজ্ব আ: রশিদ, তোফাজ্জল হোসেন মজনু, শামীম মল্লিক, হেলাল উদ্দিন, শামসুন্নাহার মনা, আক্কেল আলী, আজিম উদ্দিন কে সদস্য করা হয়েছে।

নবগঠিত এ কমিটিকে আগামী ত্রিশ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।