• Uncategorized

    আটঘরিয়া পৌরসভার বাজেট ঘোষনা 

      মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : 25 June 2023 , 5:13:48

    বাজেট ঘোষণা করছেন পৌর মেয়র শহিদুল ইসলাম রতন ।

    পাবনার আটঘরিয়া পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১২ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ৩১৫ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন রোববার (২৫ জুন) পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন।

    ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ২০ লাখ ৯২ হাজার ২৪৩ টাকা।আর উন্নয়ন আয় ধরা হয়েছে ৯ কোটি ৫৭ লাখ ৪১ হাজার ৭২ টাকা ।

    বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার জহুরুল হক।

    আটঘরিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী জীবন কৃৃমার রায়, উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আলমাস আলী,  হিসাব রক্ষক নাজমুল হক সহ মুক্তিযোদ্ধা, পৌর কাউন্সিলবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।