আব্দুর রাজ্জাক – এর কবিতা ‘নিখাদ ভালোবাসা’
সবুজ আলো ডেস্ক
৫ এপ্রিল ২০২৩ , ১১:৪৩:০৫
নিখাদ ভালোবাসা
মোঃ আব্দুর রাজ্জাক
আমার বাড়ি আইসো বন্ধু
আর ক’টা দিন পরে,
খেজুর রসের পিঠা-পায়েস
রাখব তোমার তরেঃ।
মায়ের হাতের মিষ্টি নাড়ু
শিকেয় আছে তোলা,
বোনের হাতের ভাপা পিঠা
স্বাদ কি রে যায় ভোলা?
দাদীর তৈরি চিতোই পিঠা
কে খাবিরে বল,
সাথে থাকলে গুড়-পাটালি
রসনায় আসে জল।
দাওয়ায় বসে গান শুনাইবো
হারমোনিয়াম বাজিয়ে,
মিষ্টি জর্দার পান খাওয়াইবো
ঠোঁট দিব রাঙিয়ে।
যদি আসো আমার ঘরে
দিব ভালোবাসা,
সকল ক্লান্তি দূর করিব
মিটাইব পিপাসা।
মোর আঙিনায় ঝ’ড়ে পরে
জোৎস্না রাশি রাশি,
রোজ বিহানে রবি’র কিরণ
উঁকি মারে আসি।
খাট-পালঙ্ক নাইকো আমার
ছোট্ট ভাঙা ঘরে,
কুসুম বাগের সুবাস আছে
প্রাণটা যাবে ভরে।
কোথায় পাবে এমন প্রীতি
ইট-পাথরের শহরে,
নিখাদ ভালোবাসা আছে
আমার গাঁয়ের কুঁড়ে ঘরে।।