• Uncategorized

    আব্দুস ছালাম-এর কবিতা ‘বৃক্ষময়’

      আব্দুস ছালাম 4 February 2023 , 7:59:21

    বৃক্ষময়

     

    অনুর্বর ভূমিতে শষ্য ফলানো সহজ ছিল না

    কিন্তু ওরা তা ফলিয়েছ।

    সিংহের গ্রাস থেকে মানবিকতাকে ছিনিয়ে এনে

    ওরা দুঃসাহসিকতার প্রমাণ দিয়েছে।

    যেন বৃক্ষের মতোই সদা জীবন—

    সাধনার ফল বিলিয়ে দেয় অন্যে।

    সৃষ্টিশীলতার লালসা আর

    ভোগে উদাসীনতা ও বেখেয়ালী।

    জল,স্থল আর বায়ুতে ছুটে চলার সৃষ্টি ।

    আলোকবর্ষ দূরে—

    গ্যালাক্সি, ছায়াপথ আর নীহারিকা রাজ্যে

    জ্ঞাতিদের সন্ধান বা জীবকূল আবিষ্কারের চমক

    ল্যাবরেটরিতে নীর্ণয়হীন সময় যখন

    আরশিতে ভেসে ওঠে–

    শ্মশ্রুমণ্ডিত বদন অসভ্য মনে হয় নিজেকে।

    স্ত্রীহীন হয় সে।

    নব আবিষ্কারে বিশ্ব নেচে ওঠে

    নন্দিত হয় সে।

    বৃক্ষময় জীবন মহাকালের তরে জ্বলজ্বল করে।