খেলাধুলা

ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের নারী বিশ্বকাপ জয়

  সবুজ আলো ডেস্ক ২১ আগস্ট ২০২৩ , ১০:৫৬:৩৮

নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন।

সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় প্রায় ৭৬ হাজার দর্শকের উপস্থিতিতে রোববারের (২০ আগস্ট) ফাইনালে মাঠে নামে স্পেন ও ইংল্যান্ড। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন অধিনায়ক ওলগা কারমনা। শেষে ১-০ গোলের ব্যবধানে জয়ের উৎসবে মাতে স্পেনের মেয়েরা।

এর আগে দুবার বিশ্বকাপে অংশ নিয়ে কখনও নকআউট পর্বও জিততে পারেনি স্পেন। ওই দুই আসর মিলিয়ে সাত ম্যাচে তাদের জয়ই ছিল স্রেফ একটি। গতবার শেষ ষোলোয় খেলা ছিল তাদের সেরা সাফল্য। সেই দলই এবার সাত ম্যাচের ছয়টি জিতে অবিশ্বাস্যভাবে মাথায় পরল বিশ্ব জয়ের মুকুট।

স্পেন একমাত্র গোলটি করে ২৯তম মিনিটে। সতীর্থের পাস বক্সে পেয়ে নিচু কোনাকুনি শটে গোলটি করেন কারমনা।

ম্যাচে ফিরতে মরিয়া ইংল্যান্ড চাপ বাড়ায় শেষ দিকে, তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা কিছুতেই। উৎসবে মাতে স্পেন।

যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান ও নরওয়ের পর পঞ্চম দল হিসেবে মেয়েদের বিশ্বকাপ জিতল স্পেন।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেনের মিডফিল্ডার আইতানা বনমাতি। সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস পেয়েছেন ইংল্যান্ডের ম্যারি এরাপ্স।

error: Content is protected !!