মাসুদ রানা ১৬ মার্চ ২০২৩ , ৭:৪০:০২
পাবনার ঈশ্বরদীতে দুটি আগ্নেয়াস্ত্রসহ আবির হাসান মামুন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতার মামুন উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের জমসেদ আলীর ছেলে। বুধবার (১৫ মার্চ) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা-খ সার্কেলের পরিদর্শক সানোয়ার হোসেন জানান, মামুনকে আটকের সময় তার কাছ থেকে ১টি বন্দুক, ১টি শুটার গান, ৪১ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি চাপাতি, ১৯০ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, ১টি মোবাইলফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
মামুনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।