• Uncategorized

    ঈশ্বরদীতে ট্রাকচাপায় নারীর মৃত্যু

      মাসুদ রানা 15 April 2023 , 4:41:48

    পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় পিষ্ট হয়ে জুলফি খাতুন নামে মোটরসাইেকল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া বাজারে মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

    নিহত জুলফি খাতুন (২৩) পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের নড়াইলখালি গ্রামের জালাল উদ্দিনের মেয়ে এবং পাবনার গাছপাড়ার জুয়েল রানার স্ত্রী। স্বামী-স্ত্রী দু’জনই ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে জুয়েল রানা তার স্ত্রী জুলফি খাতুনকে মোটরসাইকেলে নিয়ে পাবনার উদ্দেশে যাচ্ছিলেন। দাশুড়িয়া বাজারের গাফ্ফার প্লাজার সামনে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে পেছনে বসে থাকা জুলফি খাতুন ছিটকে ট্রাকের চাকার নিচে পড়েন। এ সময় ট্রাকচাপায়  পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ট্রাকের ধাক্কায় জুয়েল রানাও আহত হয়।

    পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে।’