পাবনা

ঈশ্বরদীতে ভাড়া বাসার শয়নকক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

  সবুজ আলো প্রতিবেদক ১৩ মে ২০২৩ , ৪:২০:০৪

প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় শয়নকক্ষের বিছানা থেকে সাব্বির আহমেদ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবক কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিনা গ্রামের নুর আহমদের ছেলে। সে ঈশ্বরদী অঞ্চলের আরএফএলে চাকরি করত।

শনিবার (১৩ মে) সকালে পাবনার ঈশ্বরদী পৌর এলাকার বকুলের মোড়ে ভাড়া বাসার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, সাব্বির আহমেদ কয়েক মাস আগে আরএফএল কোম্পানিতে চাকরির সুবাদে ঈশ্বরদী থাকতো। শুক্রবার (১২ মে) রাতে রাতের খাওয়া শেষ করে ঘুমাতে যায়। শনিবার (১৩ মে) সকালে অন্যান্য রুমমেটরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, মৃত ব‍্যক্তি স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।

ওসি অরবিন্দ আরও জানান, এ ব্যাপারে ঈশ্বরদী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।