অর্থনীতি

এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল

  নিউজ ডেস্ক ২ মে ২০২৩ , ৮:২৩:৪২

ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৫৭ টাকা। চলতি মে মাস থেকে ১২ কেজির এ সিলিন্ডার কিনতে খরচ হবে ১২৩৫ টাকা। এর আগে এর দাম ছিল ১১৭৮ টাকা৷

মঙ্গলবার (২ মে) দুপুরে নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি আমদানিকৃত পণ্যটির মূল্য নির্ধারণের কাজ করে থাকে। নতুন মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

এদিকে মে মাসে অটোগ্যাসের দাম ৫৪ টাকা ৯০ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৪২২ টাকা থেকে ২৪৪ টাকা কমিয়ে এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।