খেলাধুলা

এশিয়া কাপ আর্চারিতে মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতল বাংলাদেশ

  সবুজ আলো ডেস্ক ১৯ মার্চ ২০২৩ , ২:৩৫:১০

এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল জুটি। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ আর্চারির রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। হাকিম আহমেদ ও দিয়া সিদ্দিকীর সমন্বয়ে গড়া বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে পরাজিত করে কাজাখস্তানকে।

রোববার (১৯ মার্চ) চীনা তাইপেতে অনুষ্ঠিত টুর্নামেন্টে এ স্বর্ণপদক জেতে বাংলাদেশ।

এর আগে হাকিম আহমেদ রুবেলের সঙ্গে দেশসেরা নারী আর্চার দিয়া সিদ্দিকীর জুটি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন। এর আগে কোয়ার্টারফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছিলো মালয়েশিয়াকে।

এ টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশের ৯ সদস্যের দল। ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।

error: Content is protected !!