শিক্ষা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ জুলাই মাসের শেষে

  নিউজ ডেস্ক ২৩ জুন ২০২৩ , ১১:৩৭:৫১

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী জুলাই মাসের শেষে প্রকাশ হতে পারে।

বৃহস্পতিবার (২২ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন।

তপন কুমার জানান, পরীক্ষকদের খাতা মূল্যায়ন শেষ পর্যায়ে। এখন ফলাফল তৈরি করার অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলো। জুলাই মাসের শেষ সপ্তাহে ফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব চাওয়া হবে। প্রধানমন্ত্রী সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করতে আমরা প্রস্তুত।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ২৮ মে শেষ হয়। এবার এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা কারিগরি বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।