• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    কাতারের নতুন প্রধানমন্ত্রী হলেন শেখ মোহাম্মদ আল থানি

      নিউজ ডেস্ক 8 March 2023 , 9:48:30

    কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। ছবি: সংগৃহীত

    কাতারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। মঙ্গলবার (৭ মার্চ) আমিরই দেওয়ানে এই শপথ নেন। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। খবর কাতার নিউজ এজেন্সির।

    এর আগে একইদিন প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদেল আজিজ আল থানি পদত্যাগ করেন। ২০২০ সালের জানুয়ারিতে আমিরি দিওয়ানের প্রধান হলে শেখ খালিদ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

    যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ২০১৬ সালে দেশের পররাষ্ট্রমন্ত্রী হন। তার পরের বছরই জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ তুলে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও দুটি দেশ।

    এই নিষেধাজ্ঞার জেরে ভোগান্তিতে পড়েছিল উপসাগরীয় দেশ কাতার। ২০২১ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সৌদি আরব ও বাকি তিন দেশ। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির ব্যাপক ভূমিকা ছিল বলে মনে করা হয়।