সবুজ আলো অনলাইন ৪ জানুয়ারি ২০২৩ , ১১:৩৮:০৯
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (সদ্য পদত্যাগকৃত) সুরাইয়া আক্তার কলি (৩৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে পেটে সৃষ্ট টিউমার থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
কলি বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম এরশাদ আলী ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ এশারতের কনিষ্ঠ কন্যা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সরদারের সহধর্মিণী ছিলেন।
কর্মজীবনে বড়াইগ্রামের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি অনার্স কলেজের প্রভাষক ছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি ১১ বছর বয়সী এক পুত্র সন্তান, মা, শ্বাশুড়ি, স্বামী, বোন, আত্নীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।