• Uncategorized

    চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নে উপ-নির্বাচনে সিহাব আলী মেম্বর নির্বাচিত

      সবুজ আলো প্রতিবেদক 17 March 2023 , 11:09:45

    পাবনা জেলার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭নং ওয়ার্ডের (সজনাই, শ্রীদাসখালী ও রাউৎকান্দি গ্রাম) সাধারণ আসনে সদস্য (মেম্বর) পদে উপ-নির্বাচনে ৮৪০ ভোট পেয়ে মোঃ সিহাব আলী (ফুটবল প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী (মোরগ প্রতীক) পেয়েছেন ৫১১ ভোট।

    অপরপ্রার্থী মোছাঃ ইভা পারভীন (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৪৬ ভোট।

    ওই ওয়ার্ডটিতে ১ হাজার ৯১৪জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৩৯৭ জন।

    বৃহস্পতিবার (১৬ মার্চ) সজনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

    উপ-নির্বাচনে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোঃ রেজাউল করিম বিকেল ৫ টার দিকে আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

    জানা গেছে, বিগত ইউপি নির্বাচনে ওই ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মনিরুল ইসলাম (মঈন) গত ১ জানুয়ারি ইন্তেকাল করলে আসনটি শুন্য হয়।