পাবনা

চাটমোহরে এতিমদের মাঝে ‘মুসলিম ওয়ার্ল্ড লীগ’ এর অনুদানের চেক বিতরণ

  সবুজ আলো অনলাইন ১০ জানুয়ারি ২০২৩ , ৫:৫৯:০৫

অনুদানের চেক বিতরণের মুহুর্ত।

পাবনার চাটমোহরে সৌদি আরব ভিত্তিক বে-সরকারি সংস্থা ‘মুসলিম ওয়ার্ল্ড লীগ’ এর অনুদানের চেক এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া দক্ষিণপাড়ায় তালিকাভূক্ত এতিমদের মাঝে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক বিতরণ করা হয়।

মুসলিম ওয়ার্ল্ড লীগ এর প্রতিনিধি হাফেজ ফেডারেশনের কান্ট্রি ডিরেক্টর মো. আব্দুল হালিম-এর সভাপতিত্বে এবং মো. শফিকুল ইসলাম টিপু-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন মথুরাপুর ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটমোহর উপজেলা শাখার সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকা সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন। আরও বক্তব্য দেন মুসলিম ওয়ার্ল্ড লীগ-এর মেডিকেল রিপোর্ট রাইটার মো. নাসিরুল ইসলাম।

এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. হাসিনুর রহমান, মুসলিম ওয়ার্ল্ড লীগ-এর বাংলাদেশ অফিসের মার্কেটিং অফিসার আব্দুল জলিল সহ এলাকার গন্যমান্য ব্যক্তি, চেক নিতে আসা এতিম ও তাদের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৩৯ জন এতিমের নামে ৮৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।