• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    চাটমোহরে গ্রামীণ সড়ক এইচবিবি করণ কাজের উদ্বোধন

      সবুজ আলো ডেস্ক 19 May 2023 , 10:18:10

    পাবনার চাটমোহরে গ্রামীণ মাটির সড়ক টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ কাজের উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (১৯ মে) সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচশোয়াইল গ্রামের একটি গ্রামীণ মাটির সড়ক হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ কাজের উদ্বোধন করা হয়।

    পাঁচশোয়াইল গ্রামের আলিমুদ্দিনের দোকান থেকে টলটলীপাড়া অভিমুখি ৬০ মিটার গ্রামীণ মাটির সড়ক হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ কাজের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন।

     এসময় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ইউপি সদস্য আব্দুল মতিন, আব্দুল হাই মাস্টার, মনির হোসেন, আব্দুর রউফ, মোকতার হোসেন, আলিমুদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।