নিউজ ডেস্ক ৫ মার্চ ২০২৩ , ৯:৩৯:৩৫
পাবনার চাটমোহরে চাষিদের আগ্রহ বাড়ছে সূর্যমুখী চাষে। চলতি মৌসুমে উপজেলার ডিবিগ্রাম, মথুরাপুর ও মুলগ্রাম এলাকায় ২ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। গত বছরের চেয়ে এ বছর ১ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে।
চাটমোহরের মাটি ও আবহাওয়া সূর্যমুখী ফুল চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভালো হবে বলে জানিয়েছেন চাষিরা।
এবার তেলবীজ কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও সার দিয়ে এই ফুলের চাষ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর।
স্থানীয় কৃষক শফিকুল ইসলাম চলতি বছর ২ বিঘা জমিতে সূর্যমুখী ফুলের আবাদ করেছেন। তিনি জানান, অন্যান্য ফসল আবাদের চেয়ে এই ফুল চাষে জমিতে সেচ ও সারের খরচ কম লাগে ও রোগ বালাই কম। প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ করে মাত্র ১শ’ দিনেই প্রায় ৩শ’ কেজি বীজ পাওয়ার আশা করছেন তিনি। যার বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলেও জানান সূর্যমুখী ফুলের চাষী শফিকুল।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: সাঈদুর রহমান সংবাদকর্মীদের জানান, ‘সূর্যমুখী ফুল চাষে রোগবালাই কম। ফলন ভালো হওয়ায় স্বল্প খরচে অধিক লাভ। এছাড়াও এই ফুল থেকে উৎকৃষ্ট মানের তেল বীজ পাওয়া যায়। সূর্যমুখীর বীজ থেকে উৎপাদিত তেল স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। সেই সাথে এই তেল বিভিন্ন অসুখেরও প্রতিষেধক হিসেবেও কাজ ।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএ মাসুম বিল্লাহ সংবাদকর্মীদের জানান, ‘সূর্যমুখী ফুলের চাষ বাড়াতে কৃষকদেরকে বীজ ও সার সহায়তার পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে ফলন বৃদ্ধি পেতে সব ধরনের সহায়তা করা হচ্ছে। আগামীতে সূর্যমুখীর আবাদ আরও বাড়বে বলে আশা করছি।’