পাবনা

চাটমোহরে ভুট্টা খেতে মিললো যুবকের অর্ধগলিত লাশ

  সবুজ আলো ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:২৫:৫১

পাবনার চাটমোহরে ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় কৃষকদের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে।

 

উদ্ধারকৃত নিহত যুবকের নাম ইসমাইল হোসেন (২৮)। সে উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত সানোয়ার হোসেন মোল্লার ছেলে।

 

জানা গেছে, ইসমাইল গত ২২ ফেব্রুয়ারি নিখোঁজ হয়। ২৫ ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ ভুট্রা খেত থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার হয়।

 

সোমবার সকাল ১১টার দিকে স্থানীয় কৃষকেরা হরিপুর ইউনিয়নের নলগাড়া বিলে কাজ করতে গিয়ে ভুট্টার খেতের মধ্যে (কথিত ডাকাতের ভিটার অদূরে) অর্ধগলিত লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সাধারণ ডায়েরী সূত্রে ইসমাইলের পরিবারকে খবর দেয়। নিহতের স্ত্রী মাহমুদা খাতুন ঘটনাস্থলে গিয়ে লাশটি তার স্বামী ইসমাইলের বলে সনাক্ত করে।

 

চাটমোহর থানা অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যমে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।