সবুজ আলো ডেস্ক ১ মে ২০২৩ , ১১:৪৬:২৪
পাবনার চাটমোহরে বিভিন্ন কর্মসূচির উদযাপিত হয়েছে মহান মে দিবস। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (১ মে) দিবসটি উদযাপনে জাতীয় শ্রমিক লীগ চাটমোহর উপজেলা ও পৌর শাখা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে চাটমোহর ডাক বাংলো চত্বরে কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানা সুরুজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, ইউপি চেয়ারম্যান শাহ আলম, আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, আওয়ামী লীগ নেতা শাহ আলম, এস এম ওয়াহেদ আলী, অধ্যক্ষ এম এ মতিন, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম মনির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমু প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উদযাপনে চাটমোহর কুলি মজুর ইউনিয়ন, রং মিস্ত্রি সমবায় সমিতি, পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়ন চাটমোহর শাখা, পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন চাটমোহর শাখা ও জাতীয় শ্রমিকলীগ চাটমোহর পৌর শাখা বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ করে।
এছাড়াও বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠন মহান মে দিবস উদযাপন করে।