পাবনা

চাটমোহরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  সবুজ আলো ডেস্ক ২৬ মার্চ ২০২৩ , ১১:০৭:৪১

ছবি : সংগৃহীত

পাবনার চাটমোহর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অতঃপর উপজেলা চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে উপজেলা চেয়ারম্যান আ: হামিদ মাস্টার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুল ইসলাম ও অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ প্রশাসন, পৌরসভা, সাব-রেজিস্টার অফিস, স্থানীয় সকল ব্যাংকের পক্ষে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, উপজেলার বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

অত:পর সকাল ৮টায় চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন পাইলট হাইস্কুল মাঠে (বালুচর মাঠ) আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আ. হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল ও সহকারী পুলিশ সুপার হাবিবুল ইসলাম। এখানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতা, মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা সহ ধর্মীয় উপসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত এবং প্রার্থনার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ-সহযোগি সংগঠণের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ‌র‌্যালীসহ উপজেলা পরিষদ চত্বরে এসে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যূরালে পুষ্পস্তবক অর্পন করেন। এখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম।

এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে দিবসটি উদযাপন করেছেন।