Uncategorized

চাটমোহরে শিশুধর্ষণ মামলা, গ্রেফতার ১

  নিউজ ডেস্ক 29 May 2023 , 10:47:25

প্রতীকী ছবি

৫ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের মামলায় জিয়াউর রহমান (৩৫) নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (২৯ মে) দুপুরে মামলা হওয়ার পর আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ।

গতকাল রোববার (২৮ মে) দুপুরে পাবনার চাটমোহরে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জিয়াউর রহমান সমাজ দক্ষিণপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

জানা যায়, জিয়াউর রহমানের মেয়ের সঙ্গে খেলতে তাদের বাড়িতে যায় ঐ শিশুটি। এসময় জিয়াউরের মেয়ে বাড়িতে না থাকার সুযোগে আম দেয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেয় জিয়াউর।

ঘটনার পর শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে বাড়িতে পৌঁছে দেয়। বিষয়টি পরিবারের লোকজনকে বলে দেয় শিশুটি। পরে থানায় মামলা হয়।