পাবনা

চাটমোহরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা  অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

  সবুজ আলো অনলাইন ২৫ জানুয়ারি ২০২৩ , ৭:০২:৫৮

ছবি : শুভাশীষ ভট্টাচার্য্য তুষার

পাবনার চাটমোহরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চাটমোহর সরকারি আর সি এন এন্ড বি এস এন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে (বালুচর মাঠ) এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল।

এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সার্বিক অ্যাথলেটিকস পরিচালনায় ছিলেন, সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) ইমদাদুল হক কাফি, সহকারি শিক্ষক(শারীরিক শিক্ষা) মনিরা পারভীন, সহকারি শিক্ষক(শারীরিক শিক্ষা) মোক্তার হোসেন খান, সহকারি শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, সহকারি শিক্ষক(শারীরিক শিক্ষা) কেএম আব্দুল মমিন, সহকারি শিক্ষক(শারীরিক শিক্ষা) সুবল গমেজ, সহকারি শিক্ষক(শারীরিক শিক্ষা) শামসুজ্জোহা শাহীন, সহকারি শিক্ষক(শারীরিক শিক্ষা) ফারুক হোসেন।

দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অ্যাথলেটিকস প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।