• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    চাটমোহরে সড়ক দুর্ঘটনায় মাংস বিক্রেতা নিহত

      নিউজ ডেস্ক 30 May 2023 , 6:00:37

    দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : সংগৃহীত

    পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় বাবলু (৪৫) নামের এক মাংস বিক্রেতা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে চাটমোহর-ভাঙ্গুড়া সড়কের গুনাইগাছায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত বাবলু ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেন মোজা’র ছেলে। তিনি  পেশায় মাংস বিক্রেতা ছিলেন।

    স্থানীয়রা জানায়, বাবলু চাটমোহর থেকে মোটরসাইকেলে ভাঙ্গুড়ার উদ্দেশে রওনা হন। পথে গুনাইগাছা আটচালা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমে জানান চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন।