• Uncategorized

    জাতীয় আদিবাসী পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার সম্মেলন, সভাপতি নিখিল-সম্পাদক অরুণ  

      আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : 19 June 2023 , 9:48:14

    জাতীয় আদিবাসী পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নিখিল বাগদী সভাপতি, অরুণ চন্দ্রকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

    সোমবার (১৯ জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।

    বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা কমিটির সহসভাপতি অজিত কুমার বানিয়ার্স।

    জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা কমিটির সভাপতি আশিক চন্দ্র বানিয়ার্স এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন- জাতীয় আদিবাসি পরিষদ পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক চন্ডি কুমার বাগদি, নাটোর জেলা শাখার উপদেষ্টা অনুপ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক যাদু কুমার দাস, যুগ্ম সম্পাদক শ্যামলাল তেলী, লালপুর উপজেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা জোতির্ময় ভদ্র, সাধারণ সম্পাদক কাজল সরদার।

    জাতীয় আদিবাসী পরিষদ আটঘরিয়া উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি সন্তোষ, সাংগঠনিক সম্পাদক লতারানি বানিয়াস, যুগ্ম সম্পাদক মনোষাসিং, দপ্তর সম্পাদক নিবারন।