দেশজুড়ে

তাড়াশের বারুহাস ইউপির উম্মুক্ত বাজেট ঘোষনা

  আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) : ৩০ মে ২০২৩ , ৫:২৪:৩৪

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদের সুশাসন প্রতিষ্ঠা, কার্যকর ও শক্তিশালী স্থানীয় সরকার বাস্তবায়ন এবং জবাবদিহীতা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মো: ময়নুল হকের সভাপতিত্বে ইউপি সচিব নির্মল কুমার উম্মুক্ত বাজেট ঘোষনা করেন।

বাজেট সভায় ২০২৩-২৪ অর্থ বছরের সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩ কোটি ৩ লক্ষ ২৭ হাজার ৭ শত ৩ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে কোটি ২ লক্ষ ২৪ হাজার ৮ শত ৩ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বারুহাস ইউপি সদস্য আব্দুল হান্নান, আতাউর রহমান, বিপ্লব খন্দকার, সিমা পারভীন ফার্মি, রিনা খাতুন, মিজানুর রহমান মজনু, সাহেব আলী, মৃদুল আহমেদ ও রাজু আহমেদসহ আরো অনেকেই।